News Details

viserfly

পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দিলে মিলবে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার।

2026-Jan-06

পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দিলে মিলবে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার
ঢাকা, মঙ্গলবার (৬ জানুয়ারি):
পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এসব অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
এলএমজি (LMG) উদ্ধারে পুরস্কার: ৫ লাখ টাকা
এসএমজি (SMG) উদ্ধারে পুরস্কার: দেড় লাখ টাকা
চায়না রাইফেল উদ্ধারে পুরস্কার: ১ লাখ টাকা
পিস্তল ও শটগান উদ্ধারে পুরস্কার: ৫০ হাজার টাকা
প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার: ৫০০ টাকা

লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান এআইজি শাহাদাত হোসেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে মৌলিক অধিকার সংশ্লিষ্ট অর্থ লুটপাট ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটি গুরুতর সমস্যা হিসেবে বিদ্যমান। বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের একাংশের মাধ্যমে সংঘবদ্ধভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, যার প্রভাব সাধারণ জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সম্পদের ওপর পড়ছে।

সংবিধানের ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী জনগণই দেশের মালিক—এই নীতির আলোকে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে মতামত, সহায়তা বা যোগাযোগের জন্য নিচের ঠিকানায় ই-মেইল করার অনুরোধ জানানো হয়েছে—

আপনি কি জানেন বাংলাদেশের মধ‍্যে  যারা মৌলিক অধিকারের টাকা লুটপাট করেছে তার পরিমাণ কত? 
প্রতিটি মন্ত্রণালয়ের আমলা। সচিব, ডিসি ও এসপি সহ প্রায় সকলের তবদিরের জন‍্য দিতে হয় ১ কোটি থেকে ৫০ কোটি পর্যন্ত।UNO, OC, DC দের কখনও নিজের এলাকায় দায়িত্ব দেওয়া হয়না কারন তা হলে তারা দুর্নীতি করবে কিভাবে? এদেক প্রায় ৯০% দুর্নীতিবাজ এবং নামে বেনামে প্রায় সকলেই কয়েক হাজার কোটি টাকার মালিক।তাদের মাধ‍্যমেই ব‍্যবসায়ী সিন্ডিকেট গুলো প্রতি মাসে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে থাকে।
দেশে এত দুর্নীতিবাজ যা রাজনীতিবিদের সাথে মিলে একেকজন কেও ৫০ হাজার কোটি টাকার মালিক কেওবা ১ লক্ষ কোটি টাকা।
আপনার আশে পাশের যে কোনো দু্রনীতিবাজদের তথ‍্য দিন এবং মৌলিক অধিকার আদায় করুন।
যোগদিন নিজের অধিকারের জন‍্য।
সংবিধানের ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী জনগণ দেশের মালিক তা শুধু কাগজে কলমে তাই নিজেদের আমানত উদ্ধারে এগিয়ে আসুন।দেশে ও বিদেশে যারাই দুর্নীতিবাজ আছে তাদের অবৈধ অর্থ যদি রাষ্ট্রীয় কোষাগারে ৭৫% জমা রেখে বাকি ২৫% আপনি বা আপনারা নিয়ে নেন তাহলে আমাদের দেশে কেও দুর্নীতি করতে পারবে না এবং আমাদের দেশেও কেও গরীব থাকবে না।
আপনার এলাকার ডিসি UNO, OC, SP যদি অপরাধ করে থাকে তাহলে এখনই অভিযোগ করুন। তাদের দায়িত্বরত অবস্থায় সকল অপরাধের দ্বায় তাদেরকেই নিতে হবে।
♻️evidence@bangladeshdc.com
♻️evidence@bangladeshuno.com
♻️evidence@criminalofficer.com
♻️evidence@nationalcriminal.com
♻️evidence@police.reviews
♻️evidence@nationaltraitor.com
♻️evidence@nationalcomplaint.com
♻️evidence@legalscandal.com
♻️evidence@ghush.org
♻️evidence@dhorshon.com
♻️evidence@jababdihi.com
♻️evidence@ovijug.com 
♻️evidence@chandabaj.com

সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে সহযোগিতা করুন।
সংবিধানের ৭.১ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রকৃত মালিক জনগণ কিন্তু গত ৫৪ বছরে আমাদের নাগরিকদের প্রজার মতই বঞ্চিত করা হয়েছে মৌলিক অধিকার থেকে এবং নিরাপত্তা থেকে।
এগুলো আমাদের অধিকার। বাড়িতে দারোয়ান রাখলে তার বেতন দেওয়া হয় পাহাড়া দেওয়ার জন্য কিন্তু সেই গার্ড যদি আপনার বাসার ভিতরে প্রবেশ ও বাহির হতে ঘুষ দাবি করে তাহলে এর দ্বায় যেমন আপনার তেমনি দেশের সকল সার্ভিস সেক্টরে যারা আছে তাদের বেতন দেওয়ার পরেও যে অতিরিক্ত অর্থ নিয়ে থাকে তা তাদের বদলির জন‍্য একটা অংশ খরচ করে থাকে। ডিসি এসপি, সচিবদের অনেক সময় ৫ কোটি থেকে ৫০ কোটি টাকাও দিয়ে থাকে।যাদের সেবার নামে দায়িত্ব দেওয়া হয়।যদি একজন বদলানো যায় তবেই এই সিস্টেম বদলানো সম্ভব।সেই একজন আপনি না হলে কার কাছে অভিযোগ করবেন! 🇧🇩 সংবিধানের ৭(১) এ রাষ্ট্রের মালিক দেশের নাগরিক। মালিক হয়ে জবাবদিহিতা নেই বলেই বিনা মূল্যে কেউ চিকিৎসা পায় না। প্রায় ২০ কোটি নাগরিক।  ১ মাসের দুর্নীতি বন্ধের টাকা খরচ হলে ৮০% বেকারত্ব নির্মূল করা যেত।
গোপনীয় ভাবেও তথ্য দিতে পারেন।
আপনিও অংশগ্রহণ করুন। প্রায় ১২০ টি প্ল্যাটফর্ম বিনা মূল্যে নিজের জন্য ও দেশের জন্য অধিকার আদায় করুন। Jatiya.org (প্রতিটি নাগরিকের সমান অধিকার)


Share:

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more

Allow